English

28 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
- Advertisement -

মালিবাগে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

- Advertisements -

রাজধানীর মালিবাগ এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী আশিক মোল্লা।

সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে মালিবাগ বকশিবাগ এলাকার ৪৩৯/এ নম্বর বাড়ির নিচ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার।

তিনি জানান, রোববার দিবাগত রাত ১টা থেকে সোমবার দুপুর ১টার মধ্যে সুরভীকে হত্যা করা হতে পারে। মরদেহের থুতনি, গলা, বুক ও পিঠে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে কাটা দাগ রয়েছে।

খবর পেয়ে পুলিশ এসে ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে সুরভীর স্বামী আশিক মোল্লাহ শ্বাসরোধ করে হত্যার পর লাশ প্লাস্টিকের বস্তায় ভরে রুমে রেখে পালিয়ে যান।

এদিকে, নিহতের বড় ভাই হৃদয় খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরে জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। বাবার নাম নুরুল হক খান। ৬ বছর আগে সুরভীর বিয়ে হয় আশিক মোল্লার সঙ্গে। আশিক ঢাকার কেরানীগঞ্জে টেইলার্সে কাজ করত। সেখানে সুরভীও কাজ করত। মেহেদি হাসান নামে চার বছরে একটি ছেলে সন্তান রয়েছে তাদের।

তিনি আরও জানান, দুই বছর আগেও স্ত্রীকে ব্যাপক মারধর করেছিল আশিক। তখন আশিকের সংসার করবে না বলে জানালেও পরবর্তীতে আবার সংসার করতে রাজি হয় সুরভী। এরপর থেকে বাবা-মা ও ভাই বোনের সঙ্গে আর যোগাযোগ ছিল না তার। সোমবার দুপুরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে গ্রাম থেকে ঢাকায় এসে মালিবাগের ওই বাসায় বস্তাবন্দী লাশ দেখতে পান।

জানা গেছে, এর আগে কেরানীগঞ্জ থাকলেও চলতি মাসের ১ তারিখে আশিক মালিবাগের ওই বাসায় ভাড়া ওঠেন। সেদিনই রাতে একমাত্র ছেলেকে দাদা-দাদীর কাছে পাঠিয়ে দেন। পরে এ ঘটনা ঘটে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i77e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন