মিরসরাই উপজেলায় র্যাবের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় র্যাবের ২ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। দুইজন র্যাব সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ।
তিনি বলেন, আমাদের দুইজন র্যাব সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a7yo