কুমিল্লার লালমাইয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মৃত গরু জবাই করে মাংস সংরক্ষণ করার অপরাধে আবুল কালাম নামের এক মাংস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া গ্রামের মৃত তরব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার দ্বিতীয় প্রধান বাণিজ্য কেন্দ্র ভুশ্চি বাজারে নিজ দোকানে গরু-ছাগলের মাংস বিক্রি করে আসছেন।লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, ‘আমুয়া গ্রামের আবুল কালাম মৃত গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে ৮০ কেজি মাংস সংরক্ষণ করার তথ্য পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যাই। পরে বিকেলে ভুশ্চি বাজার থেকে মৃত গরুর মাংসগুলো উদ্ধার করে ৬ ফুট গর্ত করে চুন দিয়ে ধ্বংস করি। অভিযুক্ত আবুল কালাম অপরাধ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি।’