মোবাইলে প্রেম করে বিয়ের পর রাসর রাত শেষে শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ঘরের মূল্যবান জিনিসপত্রসহ সর্বস্ব নিয়ে পালিয়েছে প্রতারক বর। মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিবচর উপজেলার পাচ্চর গোয়ালকান্দা গ্রামের এক সন্তানের জননী বিধবা নারীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বেশ কয়েকদিন মোবাইলে কথা বলে ওই প্রতারক হৃদয়। প্রতারক হৃদয় রাজধানীর গাবতলীর ঠিকানা দিয়ে তার বাবা-মা বেঁচে নেই বলে ভালোবাসার অভিনয় করে এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেয় রোকেয়াকে।
পরবর্তীতে গত ২৯ ডিসেম্বর রোকেয়াকে বিয়ে করে শ্বশুরবাড়ির উঠে প্রতারক বর। রাত্রিযাপন করে বাসর রাতও সম্পন্ন হয়। ৩০ ডিসেম্বর রাতে কৌশলে স্বর্ণালংকার, টাকা ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে মেহমান আসবে বলে বাড়ি থেকে বের হয়ে উধাও হয় ওই প্রতারক।
ভুক্তভোগী ওই নারী জানান, হৃদয় আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করে। বিয়ের পরেরদিন সে কৌশলে আমার ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে। আমি এই প্রতারকের বিচার চাই।
তিনি আরও বলেন, আমার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। নতুন ঘর-সংসারের আশায় আমি ওকে বিয়ে করেছি। ও যে আমার সাথে এমন প্রতারণা করবে আমি বুঝতে পারিনি। শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/sl5u
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন