English

26.7 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর অফিসে এসে গুলি

- Advertisements -

‎রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে এক ব্যবসায়ীর অফিসে ঢুকে চাঁদা চেয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যায় শের শাহ শুরী রোডে ৭৫/বি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী ব্যবসায়ী মনির হোসেন জানান, চারদিন আগে একটি বিদেশি নাম্বার থেকে বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে ফোন দেওয়া হয়। ক্যাপ্টেন ঈমন পরিচয়ে তার কাছে ঈদের সালামি চায়। এর চারদিন পর একদল সন্ত্রাসী তার অফিসে এসে প্রকাশ্যে গুলি করে।

‎ওই বাড়ির কেয়ারটেকার জেহাদুল ইসলাম জানান, ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে তিনজন লোক আসেন। এর মধ্যে একজন মোটরসাইকেলের ওপর বসে থাকে।

বাকি দুজন অফিসে প্রবেশ করেই বলে ক্যাপ্টেন ইমনের সঙ্গে যোগাযোগ করোস না ক্যান। এরপরেই বন্দুক বের করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে তারা। এ সময় মোটরসাইকেলে আসা আরেকজন তা ভিডিও করছিল

মনির হোসেন বলেন, ‘চারদিন আগে আমাকে একটি বিদেশি নাম্বার থেকে ফোন করে ইমন পরিচয়ে ঈদ উপলক্ষ্যে দেখা করতে বলে। সোমবার তিনবার হোয়াটসঅ্যাপে ফোন করে। আমি ফোন না ধরায় আমার অফিসে এসে প্রকাশ্যে গুলি করে। গুলির সময় আমি অফিসে ছিলাম না। আমাকে স্টাফরা ফোন করার সঙ্গে সঙ্গে আমি অফিসে এসে পুলিশকে খবর দেয়।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে মোহাম্মদপুর থানা পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w3kd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন