ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভিক্ষুকের কিশোরী (১৪) মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে ধর্ষিতার মা বাদী হয়ে দুইজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামের এক ভিক্ষুকের কিশোরী মেয়ে পাশের বাড়ির অনিক চন্দ্র দাসের বাড়িতে যায়। অনিক তাকে ঘরে মোটরের সুইচ দিতে বলে।
মেয়েটি ঘরে ঢুকলে বাইরে থেকে সে দরজা বন্ধ করে দেয়। ঘরের ভেতরে থাকা অনিকের বন্ধু পার্শ্ববর্তী হারুয়া কুমরাশাসন গ্রামের আব্দুর রহিমের ছেলে আরাফাত হোসেন (২২) কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের লোকজন প্রতিবেশীদের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পায়নি। পরে কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uu78
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন