No menu items!

English

27.3 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
No menu items!
- Advertisement -
No menu items!

রংপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

- Advertisements -

রংপুরের তারাগঞ্জে কিশোরীকে (১৬) ধর্ষণের দায়ে মিঠুন শেখ সবুজ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সবুজ রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর শেখের হাট (আদর্শপাড়া) গ্রামের মোজাহার শেখের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে আসামি মিঠুন শেখ সবুজ মোবাইল ফোনের মাধ্যমে ওই মেয়েটিকে তার বাড়ির পেছনে আসতে বলেন। মেয়েটি সেখানে আসা মাত্রই মিঠুন জোর করে পাশের পুকুরপাড়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যান সবুজ।

এ ঘটনায় ১১ ডিসেম্বর মেয়েটির বাবা তারাগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ২৯ মে আদালতে দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ৩০ আগস্ট মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি তাজিবুর রহমান লাইজু  বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক মিঠুন শেখ সবুজের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অপর আসামি আতিক মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাদীপক্ষ এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9vbf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন