অনলাইনে গড়ে ওঠা সম্পর্কের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে রংপুরে ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর সেনাবাহিনী তাকে হেফাজতে নেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে, রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সারাই উল্লাহপাড়া এলাকায়।
আটক ভারতীয় তরুণের নাম সোহেল আলী (৩২)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার কলবলিতলা এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর X3955968।
তিনি গত ৪ জুন ২০২৫, বৈধ ভিসা ও পাসপোর্টে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন এবং রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গীপাড়া এলাকায় মামাতো ভাই মো. রাফিকের বাড়িতে অবস্থান করছিলেন।
সোহেল দীর্ঘদিন ধরে রংপুরের হারাগাছ পৌরসভার সারাই উল্লাহপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোছা. সুমনা আক্তার (১৭) এর সঙ্গে অনলাইনে পরিচিত ছিলেন। ওইদিন রাতেই প্রেমিকার সঙ্গে সরাসরি দেখা করতে রংপুরে আসেন তিনি।
তবে অচেনা মুখ এবং রাতে ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সোহেলকে আটক করে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে হারাগাছ থানায় হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সোহেল আলীর ভিসা-শর্ত ভঙ্গ হয়েছে কিনা—তা যাচাই করা হচ্ছে।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘ঘটনার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’