জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে শেরপুর হাইওয়ে ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা জানতে পারেন যে, একটি ট্রাক (রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ট-২০-৪৪৯৯) বগুড়া-ঢাকা মহাসড়কে ছিনতাই হয়েছে।
সংবাদ প্রাপ্তির পর হাইওয়ে পুলিশ দ্রুত মহাসড়কে উক্ত ট্রাকটি অনুসন্ধান শুরু করে। ট্রাকটি দেখতে পেয়ে থামানোর চেষ্টা করলে, গাড়িতে থাকা দুষ্কৃতিকারী চালক হাইওয়ে পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বুঝে হাইওয়ে পুলিশ নিজেদের সরকারি পিকআপ নিরাপদ দূরত্বে রেখে দুষ্কৃতিকারীদের ধাওয়া করতে থাকে।
একপর্যায়ে দুষ্কৃতিকারী চালক হাইওয়ে পুলিশের ধাওয়া টের পেয়ে বগুড়া জেলার শেরপুর থানাধীন ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকামুখী লেনে ঘোঘা ব্রিজের সামান্য সামনে রাস্তার উপর ট্রাকটি ফেলে রেখে বন-জঙ্গলে প্রবেশ করে পালিয়ে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশ সফলভাবে ট্রাকটি নিজ হেফাজতে গ্রহণ করে। ট্রাকটির ভেতরে ৭০ ব্যারেল সয়াবিন তেল পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ২৪,০০,০০০/- (চব্বিশ লক্ষ টাকা)। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
