English

27.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

শ্যামলীতে চাপাতির মুখে ছিনতাই: গ্রেফতার ৩

- Advertisements -

রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের শিকার যুবক শিমিয়ন ত্রিপুরার ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।

গ্রেফতার তিনজনের মধ্যে রয়েছেন—আল আমিন, আসলাম এবং পূর্বে গ্রেফতার হওয়া কবির। বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘‘শ্যামলীতে যুবককে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হলো।’’

এর আগে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গত শুক্রবার ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডের কাজী অফিস সংলগ্ন এলাকায় ছাতা হাতে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসা তিনজন তার গতিরোধ করে। মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়েন এবং ইউটার্ন নিয়ে বাকি দুইজন ভুক্তভোগীর সামনে আসেন। পরে একজন খালি গায়ে ও বাকি দুইজন হেলমেট পরিহিত অবস্থায় চাপাতি হাতে ভুক্তভোগীর টাকা, ফোন, মানিব্যাগ এবং জামা-জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা জানান, তিনি ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং থাকেন শ্যামলীতে। ঘটনার দিন সকাল ছয়টায় সাভারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হলে শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশে ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ডসহ সবকিছু ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় তিনি মামলা করেন এবং ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zfnb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন