English

31.6 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

শ্রীমঙ্গলে নিষিদ্ধ পলিথিনসহ আসামী গ্রেফতার

- Advertisements -

পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এর নির্দেশনায় সঙ্গীয় অফিসারদের নিয়ে মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল টু মৌলভীবাজার রোডের ভৈরবগঞ্জ বাজারস্থ শুকরিয়া কেডি রেস্টুরেন্টের সামনে থেকে সন্দেহজনক ১টি কাভার্ডভ্যান গতিরোধ করা হয়।

কাভার্ডভ্যান তল্লাশী করে ১,৬৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন, যার বাজার মূল্য ৫,০২,৫০০/- টাকা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। ধৃত আসামীর নাম মোঃ সোহেল ব্যাপারী (২৩) পিতাঃ নচ্চু ব্যাপারী, মাতা- নাজমা বেগম, সাং- চরলক্ষী (ব্যাপারী বাড়ি), থানা- কালকিনি, জেলা – মাদারীপুর, বর্তমান সাং- শহীদ নগর বউবাজার (নোয়াখালী বাড়ি), থানা- লালবাগ, ডিএমপি, ঢাকা, ২য় আসামী আলী হোসেন (৪৫), পিতা- শুকুর সরদার, মাতা- হাজু বিবি, সাং- দাতপুর (উত্তর ভাসানচর), থানা ও জেলা- শরীয়তপুর, বর্তমান সাং- ইসলামবাগ (বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- চকবাজার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/42e5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন