English

26.8 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

সমকামিতার জেরে হত্যা, চিকিৎসক ও ব্যাংককর্মী গ্রেপ্তার

- Advertisements -

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার একদিন পরই রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

গতকাল রবিবার মধ্যরাতে কুমিল্লার মুরাদনগর ও তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুজনকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।

নিহত পারভেজ হাসান পাবনা জেলার সদর উপজেলার মৃত মজিদ সরকারের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন- আরমান হোসেন (৩৮) রূপগঞ্জ উপজেলার বরাবর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে এবং তিনি কুমিল্লা মুরাদনগর থানায় আল আরাফাহ ব্যাংকের কোষাধ্যক্ষ ছিলেন। আর মেহেদী হাসান ইমন (২৬) কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুচাগড়া এলাকার আবুল কালামের ছেলে এবং তিনি ইউএস বাংলা মেডিকেল কলেজে হাসপাতালের সহযোগি অধ্যাপক।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানা কার্যালয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘নিহত পারভেজ হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’

পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার পারভেজকে গোঁপনে সমাকামিতার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে হত্যার চেষ্টা করে সংঘবদ্ধ একটি চক্র। তাকে ছুরিকাঘাত করে একটি ভাড়া বাসার ছাঁদে ফেলে পালিয়ে যায় তারা। সেখানে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

তদন্তে জানা যায়, উপজেলার আমলাব এলাকায় অবস্থিত গিয়াস উদ্দিন মোল্লার বাড়িতে ভাড়া বসবাস করতেন নিহত পারভেজ হাসান। ওই বাসায় গ্রেপ্তারকৃত আরমান হোসেন ও মেহেদী হাসান ইমনসহ তার সহকর্মীরা আসা-যাওয়া করতেন। এছাড়া পারভেজ হাসানের সমকামী সঙ্গী হিসেবে প্রায় সময় মেহেদী হাসান ইমন বসবাস করতেন।

পাশাপাশি ডাক্তার আরমানেরও সমকামিতার সম্পর্ক ছিলো। অভিযুক্তদের সমাকামিতা সম্পর্ক নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গত ৩ জুলাই আমলাবোস্থ গিয়াসউদ্দিন মোল্লার ৫ম তলার ছাঁদে পারভেজকে কুপিয়ে আহত করে চলে যায় অভিযুক্তরা। পরে রাতভর রক্তক্ষরণে পারভেজ মারা যায়।

খবর পেয়ে পরের দিন ৪ জুলাই বাসার ছাঁদ থেকে নিহত পারভেজকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযানে ওই দুজনকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেন। অভিযুক্তদের অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার জড়িত আরো কেউ থাকলে তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ৩ জুলাই সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় একটি ভাড়া বাসায় পারভেজকেকুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেখানে তার মৃত্যু হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/aj4a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন