English

26.4 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

সাগরপাড়ে পর্যটকের অশ্লীল ভিডিও ধারণের দায়ে যুবককে কারাদণ্ড

- Advertisements -

কুয়াকাটার সাগরপাড়ে অশ্লীল ভিডিও ধারণের দায়ে মো. রুবেল নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

মহিপুর থানা পুলিশ জানায়, রুবেল (৩০) বরগুনা সদর উপজেলার বাসিন্দা। স্থানীয়ভাবে মুদি দোকান চালানোর পাশাপাশি কনটেন্ট তৈরি করতেন। তিনি কুয়াকাটা সাগরপাড়ে নারী পর্যটকদের গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় অশ্লীল মন্তব্যও করছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।

সৈকতের ফটোগ্রাফার আরিফ বলেন, আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। তখনই গিয়ে তাকে ধরে ফেলি।

অন্য ফটোগ্রাফার রাসেল জানান, তার মোবাইলে আরও অনেক ভিডিও পাওয়া গেছে। বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানানো হলে তারা এগিয়ে আসে।

ট্যুরিস্ট পুলিশ রুবেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত স্বীকারোক্তি ও প্রমাণের ভিত্তিতে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। এরপর তাকে মহিপুর থানায় সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, রুবেল নামে এক যুবককে সৈকতে অশালীন ভিডিও ধারণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2t91
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন