কুয়াকাটার সাগরপাড়ে অশ্লীল ভিডিও ধারণের দায়ে মো. রুবেল নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
সৈকতের ফটোগ্রাফার আরিফ বলেন, আমরা দেখি সে মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। তখনই গিয়ে তাকে ধরে ফেলি।
অন্য ফটোগ্রাফার রাসেল জানান, তার মোবাইলে আরও অনেক ভিডিও পাওয়া গেছে। বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানানো হলে তারা এগিয়ে আসে।
ট্যুরিস্ট পুলিশ রুবেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত স্বীকারোক্তি ও প্রমাণের ভিত্তিতে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। এরপর তাকে মহিপুর থানায় সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, রুবেল নামে এক যুবককে সৈকতে অশালীন ভিডিও ধারণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।