সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক ও কুৎসা রটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার দায়ে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-৪ এর একটি দল দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম। তিনি জানান, রেইলি নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুইটি ব্যক্তিগত ফেসবুক পেইজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খুলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলেন।।
এএসপি সাজেদুল ইসলাম জানান, উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত তরুণী অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zaoe
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন