নাটোরের সিংড়ায় নিজ কন্যা মিরা (৩০)-এর লাঠির আঘাতে খুন হয়েছেন আব্দুস সাত্তার (৮০) নামে এক ব্যক্তি। নিহত ব্যক্তি হাতিয়ান্দহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচলকোট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের কন্যাকে আটক করেছে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার ১২টার সময় নিজ বাড়িতে বাবা ও মেয়ের মধ্য কথা কাটাকাটি হয়। এ সময় জমি লিখে দেওয়ার জন্য মেয়ে চাপ দেয়। একপর্যায়ে মেয়ে নারকেলগাছের ডাল দিয়ে ঘাড়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুস সাত্তার। সেখানেই তাঁর মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানায়, মেয়েটি স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হওয়ার পর বাবার বাড়িতে থাকত। এরই মধ্যে একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে সে। এ নিয়ে পরিবারে বিরোধ চলছিল।
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, ‘খুব দুঃখজনক ঘটনা, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kyda
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন