English

30.8 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

সিরাজগঞ্জে জুয়েলার্সের দেয়াল ও সিন্দুক ভেঙে ৩০০ ভরি অলংকার চুরি!

- Advertisements -

সিরাজগঞ্জ শহরে জুয়েলার্সের দেয়াল ও সিন্দুক ভেঙে ৩১ ভরি সোনার গহনা, ২৭৬ ভরি রুপাসহ নগদ ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর রাতে মুজিব সড়কের মাড়োয়ারি পট্টিতে অবস্থিত সেতু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় নৈশ প্রহরী এবং এক দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সেতু জুয়েলার্সের স্বত্তাধিকারী মো.বালম আক্তার বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। আজ শনিবার সকালে দোকানের পেছনের অংশের দেয়াল ভাঙা দেখে স্থানীয়রা বিষয়টি জানালে সকাল ৭টার দিকে দোকান খুলে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে সিন্দুকে থাকা প্রায় ৩১ ভরি সোনার গহনা, ২৭৬ ভরি রুপাসহ নগদ ৪ লাখ টাকা নিয়েগেছে চোরের দল।’
এদিকে ঘটনার পর দোকানের ভেতরের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি বিভাগের ক্রাইম সিন ইউনিট।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে। দিলীপ নামে নৈশ প্রহরী ও আনোয়ার নামে অপর এক স্বর্ণ ব্যাসায়িকে জ্ঞিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এদিকে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মুজিব সড়কের ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির মাত্র ৩০০ গজ দূরে এমন ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8c1a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন