সিলেট নগরের সাগরদীঘিরপাড় এলাকায় একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা ছুরিকাহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে হামলাকারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত খুরশেদ আলম সিলেট সিআইডিতে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য সিআইডির একটি দল রাত্রীকালীন অভিযান পরিচালনা করে। এ সময় আসামি হঠাৎ ছুরি নিয়ে হামলা চালালে খুরশেদ আলম ছুরিকাহত হন। ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সিআইডি কর্মকর্তা অস্ত্রোপচার শেষে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট সিআইডির পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গেলে সে ছুরি দিয়ে আমাদের এক কর্মকর্তার ওপর হামলা চালায়। এতে সিআইডির এসআই খুরশেদ আহত হন। ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে হামলাকারী আসামিকে গ্রেপ্তার করেছি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে সিআইডির এক কর্মকর্তা ছুরিকাহত হন। এই ঘটনায় সিআইডি ও মহানগর পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে ওই দুর্বৃত্ত্বকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
