সিলেটে ছুরিকাঘাতে তানভীর আহমদ (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। সে সদর উপজেলার ছালেপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। বুধবার (২)সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার আব্দুল গণির ছেলে ছাত্রলীগকর্মী নামধারী তৌহিদের নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্তরা তানভীরকে সড়কে একা পেয়ে মাথায় ও পিঠে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। তার মৃত্যু নিশ্চিত ভেবে সড়কে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে বিমানবন্দর থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে তানভীরকে একা পেয়ে কিলঘুষি ও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। পুলিশ ভানভীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানানা ওসি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dkjw
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন