English

30.8 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, না পেরে কানের দুল ছিনতাই

- Advertisements -

ফেনী শহরের শিশু নিকেতন কালেক্টরেট স্কুল থেকে এক শিশুকে অপহরণচেষ্টা চালিয়েছেন বোরকা পরিহিত এক নারী। অপহরণ করতে না পেরে তার কানের দুল ছিনতাই করে সটকে পড়েন তিনি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুল ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে।

শিশু মিফতাহুল জান্নাত শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা হালিমা বেগম জানান, সকালে স্কুল ছুটি হলে বোরকা পরা এক নারী তার মেয়ের পিছু নেন। ‘তোমার মা আসছে’ বলে প্রধান ফটকের কাছে যেতে বলেন। এসময় শিশুটি তাকে চেনে না বলে যেতে অস্বীকৃতি জানালে ওই নারী তার কানের দুল নিয়ে সটকে পড়েন। এরপর মেয়েটি স্কুলের দারোয়ানকে বিষয়টি জানালে তারা দ্রুত পিছু নিলেও ওই নারীর খোঁজ মেলেনি।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম নুর বলেন, বিষয়টি আমরা অতি গুরুত্বসহকারে নিয়েছি। ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই নারীকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। থানায় অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ih4a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন