English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

- Advertisements -

বগুড়ার শেরপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের চেষ্টাকালে রাজু আহম্মেদ (৩৫) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার বিকেলে আটক হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন উপজেলার কুসুম্বী ইউনিয়নের দ্বাড়কিপাড়া গ্রামের ওই স্বামী পরিত্যক্তার মেয়ে।

জানা যায়, বেশ কিছু দিন ধরেই উপজেলার কুসুম্বী ইউনিয়নের দ্বাড়কিপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে রাজু আহম্মেদ স্বামী পরিত্যক্তা ওই নারীকে উত্যক্ত করে আসছিলেন। সেই সঙ্গে কু-প্রস্তাবও দেওয়া হয় তাকে। কিন্তু রাজুর প্রস্তাবে রাজী না হওয়ায় ওই নারীর উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ক্ষতিসাধন করার জন্য তাকে নানা হুমকি-ধামকিও দেওয়া হয়। এক পর্যায়ে শনিবার (৫ মার্চ) রাতে দ্বাড়কিপাড়াস্থ ওই নারীর বসতবাড়িতে কৌশলে ঢুকে পড়ে রাজু।

সেই সঙ্গে বাড়ির আঙিনায় রান্নার কাজে থাকা ওই নারীকে ঝাপটে ধরে। এমনকি জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই নারীর চিৎকারে তার পরিবারসহ আশপাশের লোকজন এসে রাজু আহম্মেদকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে তাকে গণধোলাই দিয়ে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় জনতা।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে আটক হওয়া ব্যক্তিকে রবিবারই বগুড়ায় আদালতে পাঠানো হয়। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/26e4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন