সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার দ্রুত অভিযানে চোরাই কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন সার্জেন্ট মোঃ বাদশা আলম ও তার সঙ্গে থাকা ফোর্স।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ আসে—গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ঢাকা মেট্রো-ট-১১-৬১৮০ রেজিস্ট্রেশন নম্বরের একটি কাভার্ডভ্যান চুরি করে আসামিরা পালিয়ে যাচ্ছে। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেনের পরামর্শে পাবনা বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট বসানো হয়।
পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা ১৯:২০ মিনিটের সময় কাভার্ডভ্যানটি চেকপোস্টে পৌঁছালে বেরিকেড দিয়ে থামিয়ে দেওয়া হয়। এসময় গাড়ির চালক মোঃ আসাদুজ্জামান শাহেদ (৩০) ও হেলপার মোঃ হৃদয় হোসেন (২২)—দু’জনকেই আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশিতে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৭৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চোরাই গাড়ি উদ্ধার ও মাদক জব্দের ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
