বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে অনুষ্ঠানস্থলে হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ফেরদৌস কবির সনি (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত সোয়া ১২টার দিকে স্থানীয়দের হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘বেজোড়া যুব সংঘ’ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রণ না পাওয়ায় সনি ক্ষুব্ধ হন। এ নিয়ে সোমবার তিনি প্রথমে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম ভাঙচুর করার চেষ্টা করেন। উপস্থিত লোকজন বাধা দিলে তিনি বাড়িতে গিয়ে একটি পিস্তল সদৃশ বস্তু নিয়ে ফিরে আসেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় এলাকাবাসী তাকে ধরে ফেলেন এবং পরে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে স্থানীয়দের কাছ থেকে তাকে হেফজতে নেন। সর্বশেষ সনির কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি খেলনার বলে পরীক্ষা নিরীক্ষায় নিশ্চিত হয় পুলিশ।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা পিস্তলটি পরীক্ষা করে দেখা হয়েছে, এটি খেলনা পিস্তল। পরিস্থিতি শান্ত করতে দ্রুত অভিযান চালিয়ে যুবককে আটক করে থানায় আনা হয়েছে।
