অসুস্থবোধ করায় রিমান্ডের বদলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রিমান্ডে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আনার পথে বুকে ব্যাথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, সকাল সাড়ে নয়টার দিকে মো. সাহেদকে আনা হয়েছে ৷ তিনি বর্তমানে কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ৷ তার ইসিজি রিপোর্ট ভালো। আরো কিছু পরীক্ষা করা হবে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন