English

14 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

অস্ত্র-গুলিসহ ১১ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

- Advertisements -

সাগরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ১১ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় গুলিবিদ্ধ এক ডাকাতের মৃত্যু হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে তাদের মধ্যে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্য বোট হতে কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছুঁড়ে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়। তার নাম মো. আনিস (৪০)।’

পরবর্তীতে বোটটিকে আটক করে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাত সদস্যকে আটক করা হয়।পরে গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করে। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান সিয়াম-উল-হক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d47l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন