মাহমুদ হাসান নাঈম (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। তাদের শরীরে বিশেষভাবে বডি ফিটিং করে গাঁজার প্যাকেট বেঁধে পাচার করছিল তারা। পুলিশের তৎপরতায় গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে সাড়ে সাত কেজি গাঁজা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ শহরের চারমাথা মোড়ে ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো— রাজন হোসেন (২০), পিতা মতিউর রহমান, আল আমিন বিশ্বাস (৪২), পিতা হোসেন আলী, আয়েশা খাতুন (৩২), স্বামী আলামিন হোসেন।
তিনজনই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বহরপুর গুচ্ছগ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রত্যেকের শরীরে প্রায় আড়াই কেজি করে গাঁজা লুকিয়ে আনা হয়েছিল। তবে পুলিশের গোয়েন্দা তথ্য এবং তৎপর অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার সম্ভব হয়।”
উদ্ধারকৃত গাঁজা ও আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গাঁজা পাচারকারীরা সম্প্রতি অভিনব কৌশলে শরীরে ফিটিং করে মাদক পরিবহন করে আসছিল, যাতে সহজে ধরা না পড়ে। তবে পুলিশের নজরদারির কারণে এবার তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
এই ঘটনায় গোবিন্দগঞ্জের সচেতন মহল পুলিশের ভূয়সী প্রশংসা করেছে। মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতা আগামীতে আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।