চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় বিএসটিআই-এর নিয়মিত সার্ভিল্যান্স অভিযানে মেসার্স সেলিম সল্ট ক্রাশিং ইন্ডাঃ ও মেসার্স এ আই সল্ট ক্রাশিং ইন্ডাঃ, ইন্দ্রপোল, পটিয়া, চট্টগ্রামের উৎপাদিত আয়োডিন যুক্ত লবনের বিএসটিআই এর মান সনদ না থাকায় বিজ্ঞ চীফ জুডিশিয়ালের আদালত, চট্টগ্রাম দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রাম এর কর্মকর্তা মোঃ মোস্তাক আহম্মেদ, সহকারী পরিচালক (সিএম) এর নের্তৃত্বে ও জনাব মো. আশিকুজ্জামান, ফিল্ড অফিসার ( সিএম) এর সমন্বয়ে উক্ত অভিযানটি পরিচালিত হয়।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন