English

34 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

জামালপুরে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে নির্যাতন!

- Advertisements -

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাহমুদা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিলা পারভীন (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বকশীগঞ্জ সদর ইউনিয়নের জিগাতলা গ্রামের দিনদার হোসেনের ছেলে আসাদুল ইসলাম তার সাবেক স্ত্রী মাহমুদা বেগমকে (২৫) বাড়িতে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি থানা পুলিশের নজরে আসে।

Advertisements

পরে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা মাহমুদা বেগমকে উদ্ধার করে। একই সঙ্গে গাছে বেঁধে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসাদুল ইসলামের বড় ভাই আজাদ মিয়ার স্ত্রী শিলা পারভীনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ১৩ বছর আগে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের মাহাজন মিয়ার মেয়ে মাহমুদা বেগমের সঙ্গে জিগাতলা গ্রামের দিনদার হোসেনের ছেলে আসাদুল ইসলামের বিয়ে হয়। কয়েক বছর পর আসাদুল ইসলাম জীবিকার তাগিদে ব্রুনাই চলে যান।

আসাদুল ইসলাম প্রবাসে থাকার কারণে বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রী মাহমুদা বেগমের সাথে মনোমালিন্য হয়। তাদের ঘরে ৩ বছর বয়সি একটি পুত্র সন্তানও রয়েছে। গত দুই মাস আগে ব্রুনাই থেকে আসাদুল ইসলাম দেশে ফিরলে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে।

এ কারণে মাহমুদা বেগম তার বাবার বাড়িতে চলে যায়। এর মধ্যে গত ২৩ আগস্ট আসাদুল ইসলাম তার স্ত্রীকে তালাক দেন। এ খবর পেয়ে সোমবার বেলা ১১টার দিকে আসাদুলের বাড়িতে চলে আসে মাহমুদা বেগম।

Advertisements

এক পর্যায়ে আসাদুলের ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির লোকজনের সহযোগিতায় আসাদুল ইসলাম বাড়ির আঙিনায় একটি গাছে বেঁধে রাখেন মাহমুদা বেগমকে। পরে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযুক্ত আসাদুল ইসলামের বড় ভাই ও বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ জানান, তাকে (মাহমুদা বেগম) তালাক দেওয়ার পরও আমার ভাইয়ের বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করায় তাকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। নির্যাতনের বিষয়টি সঠিক নয়।

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু শরীফ জানান, গাছে বেঁধে রাখার বিষয়ে শিলা পারভীন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন