জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর এলাকায় বায়োজিদ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রবিবার বিকালে পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত বায়োজিদ জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান জানান, বায়োজিদ গতরাতে তার বাড়ি থেকে পার্শ্ববর্তী গ্রাম আয়মা রসুলপুরের স্কুল মাঠে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময়ে দুর্বত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে মাঠের মধ্যে লাশ ফেলে রেখে যায়।
রবিবার দুপুরে কয়েকজন কৃষক তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে বিকালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও এ ঘটনায় সাথে জড়িতের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন