English

26.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

টাঙ্গাইলে নিখোঁজের ৯ দিন পর শিশুর লাশ উদ্ধার

- Advertisements -

নিখোঁজের ৯ দিন পর বা‌ড়ির পা‌শের ধান খেত থে‌কে বস্তাব‌ন্দি অবস্থায় নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মে) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপু‌র উপজেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়।

এর আগে, গত ২৬ মে দুপুরে নি‌খোঁজ হয় নওশিন। সে একই গ্রামের সুমন মিয়ার মে‌য়ে। স্থানীয় হাফি‌জিয়া মাদরাসা ও নূরানী কিন্ডারগা‌র্ডেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল নও‌শিন। মেয়ে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছিলেন বাবা সুমন মিয়া।

নওশিনের চাচা কাইয়ুম মিয়া বলেন, ‘এটি নওশিনের লাশ কী না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ অংশ পচে গেছে। কুকুরে টানাটানি করে সমস্ত দেহ লণ্ডভণ্ড করে ফেলেছে। লাশের পড়নে থাকা লাল পায়জামার অংশ দেখে শঙ্কা করছি, এটি নওশিনের দেহ।’

নওশিনের বাবা সুমন মিয়া ব‌লেন, ‘কা‌রো সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কেউ টাকাও পায় না। মে‌য়ে নি‌খোঁজ হওয়ার পর কেউ মু‌ক্তিপণ চায়‌নি।

বা‌ড়ির আশপাশসহ আত্মীয়-স্বজ‌নের বা‌ড়ি‌তে খোঁজ ক‌রেও তার (মেয়ে) সন্ধান পায়‌নি। সকা‌লে বা‌ড়ির পা‌শে ধান খেতে বস্তাব‌ন্দি লাশ দে‌খে লোকজন খবর দেয়। এর আগে, বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল। যে নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘ‌টি‌য়ে‌ছে, তার ক‌ঠোর শা‌স্তি দাবি ক‌রছি।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ‘বস্তাবন্দি অবস্থায় একটি মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ফ‌রেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। তদন্ত চল‌ছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mlw5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন