নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের মানিকপুর এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৫/১২/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক বেলা ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মানিকপুর এলাকায় চেকপোস্ট চলাকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল দিক থেকে আসা একটি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিতে ট্রাকটির ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৯৪৪৩। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির পরিচয় নাম: মোঃ শামিম (৩০) পিতা: মোঃ খুরশেদ আলম, ঠিকানা: গ্রাম- খালইভরা, থানা- সাথিয়া, জেলা- পাবনা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
এ বিষয়ে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
