English

27.5 C
Dhaka
মঙ্গলবার, মে ২০, ২০২৫
- Advertisement -

পাবনা-কুষ্টিয়া মহাসড়কে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

- Advertisements -

১৯/০৫/২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর ১৩:২০ ঘটিকায় পাবনা জেলার ঈশ্বরদী পাবনা-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতু সংলগ্ন গোলচত্বরের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি মৃর্ধা পরিবহের বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৪৮ কুষ্টিয়ার দিক হইতে সেতু পার হয়ে ঘটনাস্থলে আসলে বাসটিকে সিগনাল দিয়ে দার করানো হয়।

বাসে থাকা যাত্রীদের মধ্যে বাসের সিটে H-3 তে বসে থাকা যাত্রী মোঃ ফকরুল আবেদীন পিরু(৪৫), পিতা-মৃত মজিবর রহমান, সাং- শালিনা সা-পাড়া,থানা-বেড়া,জেলা-পাবনা, বর্তমানে সাং- লগুনাথপুর,থানা-আতাইকুলা, জেলা-পাবনা। পুলিশের উপস্থিতি টেরপেয়ে কৌশলে নামার চেষ্টা করে উক্তলোকটিকে সন্দেহ হইলে উপস্থিত বাস যাত্রীর সামনে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তার দেহ তল্লাশি করিয়া ডান এবং বাম পায়ের উরুতে এ্যংলেড দিয়ে আটকানো ১০(দশ) বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার কৃত আলামত ও ধৃত আসামী মোঃ ফকরুল আবেদীন পিরু(৪৫), পিতা-মৃত মজিবর রহমান, সাং- শালিনা সা-পাড়া,থানা-বেড়া,জেলা-পাবনা, বর্তমানে সাং- লগুনাথপুর,থানা-আতাইকুলা, জেলা-পাবনা কে পাকশি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন