English

24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫
- Advertisement -

প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

- Advertisements -

ফরিদপুরে প্রকাশ্যে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় র‌্যাবের গোয়ালচামট কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব ১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুরের উত্তর শোভারামপুর এলাকায় পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় মূল আসামি মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) ও তার সহযোগী মো. রায়হান মোল্লাকে (২৫) দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২১ অক্টোবর ভোর ৬টার দিকে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাসের ওপর অস্ত্রধারী দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয়।

ঘটনাটির ভিডিও চিত্র সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়। পরে এ ঘটনায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় মামলা হয়।

ঘটনার পরপরই র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে তারা ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত নজরদারি এবং সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।

র‌্যাব-১০ এর দল শুক্রবার ফরিদপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর জেলার সালথা থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কেঁচি, পাবনা জেলা থেকে চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসামি শরীফুল ইসলাম ওরফে ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের পরিপ্রেক্ষিতে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9vcm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন