English

26 C
Dhaka
সোমবার, মে ১৩, ২০২৪
- Advertisement -

বগুড়ায় বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান, জরিমানা

- Advertisements -

বেইলি রোডের ট্রাজেডির পর বগুড়ায় রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।

Advertisements

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

Advertisements

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে জলেশ্বরীতলা এলাকার হিলিয়াম, গ্রান্ড কাচ্চি, চ্যাট গাইয়া মেজবান, বার-বি-কিউ ও পিজ অ্যান্ড বার্গে অভিযান চালানো হয়। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স ও বহিগমন পথ না থাকায় পিজ অ্যান্ড বার্গ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও সবরকম লাইসেন্স প্রস্তুতে ১৫ দিনের সময় বেধে দেয় প্রশাসন। বাকি চারটি রেস্টুরেন্টের সবরকম অনুমোদন ঠিক থাকায় তাদের সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়।

পিজ অ্যান্ড বার্গের স্বত্তাধিকারী নয়ন মাহামুদ তিনি বলেন, প্রতিষ্ঠান চালু করার সময় কি কি অনুমোদন লাগবে এ নিয়ে আমাদের কোনো ধারণা দেওয়া হয়নি। প্রশাসন আমাদের আগে অবগত ও পরে ব্যবস্থা নিলে ভালো হতো।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম বলেন, জেলার সব রেস্তোরাঁ ও রেস্টুরেন্টে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করে কারও পার পাওয়ার সুযোগ নেই। এখন যাদের জরিমানা করা জচ্ছে তারা ভুল সংশোধন না করলে আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন