বগুড়ার আদমদীঘির সান্তাহার পলাশ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে নারী ও পুরুষসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার সান্তাহার স্টেশন রোডের ওই হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কুলুপুর গ্রামের কুব্বাত আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৩৭), কুমিল্লার দাউদকান্দির নতুন চাষি গ্রামের খোকন আলী মেয়ে রোকসানা (২৮), ঢাকা সদরের আবু তাহেরের মেয়ে বৃষ্টি খাতুন (২০) ও বগুড়া সদরের বাদুরতলা আদর্শ স্কুল এলাকার ইসরাইলের মেয়ে ইয়াসমিন (২২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, অর্থের বিনিময়ে তারা অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিলো। অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন