ফরিদপুরে ৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এক বিএনপি নেতার বাসায় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। আহত লাইনম্যান পার্থ বাগচিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকালে ঘটনাটি নিশ্চিত করেছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এস এম নাসিরউদ্দিন।
জানা গেছে, সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী উপজেলা জোনাল অফিসে দলবল নিয়ে প্রবেশ করে হামলা চালায় আজিজুল হক নামে এক ব্যক্তি। তিনি বোয়ালমারী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এবং পৌরসভার ৩ নং ওয়ার্ডের কমিশনার (সদ্য বাতিলকৃত) ছিলেন। তবে বিষয়টি ওই অফিসের দায়িত্বরত কর্মকর্তার যোগসাজশে ধামাচাপা দেয়া হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে জানা যায়, আজিজুল হকের ৯ মাসের ৩৬ হাজার ৮৮২ টাকার বিদ্যুৎ বিল বাকি রয়েছে। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় সোমবার দুপুরে তার বিচ্ছিন্ন করে দেন লাইনম্যান পার্থ বাগচি। এমন খবর পেয়ে জোনাল অফিসে গিয়ে ওই লাইনম্যানকে মারধর করেন। পরে আহত লাইনম্যানকে উদ্ধার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক কর্মী জানান, ওনার বিদ্যুৎ বিল বকেয়া ছিল ৩৬ হাজার ৮৮২ টাকা। অনেকবার বলার পরও তিনি বিল পরিশোধ করেন নাই। ডিজিএম স্যারের নির্দেশে লাইন কেটে অফিসে আসলে ৬ জন (কমিশনার সহ) এসে অফিসের ২য় তলায় দাদাকে মারধর করেন।
এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক দাবি করেন, চলতি মাসে তার বিল বাড়তি আসায় মোবাইলে তিনি জানতে চান। এ নিয়ে তর্কবিতর্ক হয়। এরপরেই তার লাইন কেটে দেয়া হয় বলে জানান। তিনি বলেন, আমি বছরে দুইবার বিল দিয়ে থাকি। এটাতো তারাও জানে। তবে মারধর করার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, আমার পোলাপান গিয়ে চর-থাপ্পর দিয়েছিল। তখন চাবির আঘাতে ওই লোকের মাথা কেটে যায়।
এসব বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং এড়িয়ে যান দায়িত্বরত জোনাল ম্যানেজার সাইদুর রহমান। তিনি বলেন, এটা মীমাংসা হয়ে গেছে, কোনো কথা বলতে চাই না।
তবে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এস এম নাসিরউদ্দিন জানান, ৯ মাসের বিদ্যুৎ বিল বাকি থাকায় লাইন কেটে দেয়া হলে আমার কর্মীকে অফিসে ঢুকে মারধর করেছেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান জানিয়েছেন, তিনি এখনো কোন অভিযোগ পাননি, তবে লোকমুখে শুনেছেন বিষয়টি তারা নিজেরা মীমাংসা করে ফেলছে।