English

27 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
- Advertisement -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা গ্রেপ্তার

- Advertisements -

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা মো. সুমনকে (৩৭) গ্রেপ্তার করেছে সিআইডি। তিনি পল্টন থানাধীন ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শান্তিনগর বাজার এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রামে হলেও বর্তমানে তিনি রাজধানীর চামেলীবাগ এলাকায় ভাড়া থাকতেন।

তদন্ত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শাটডাউন কর্মসূচির প্রথম দিনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে অংশ নেয়। ওই সময় সুমন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়।

হামলার সময় রমনার শান্তিনগর এলাকার কানিফা টাওয়ারে অবস্থানরত গৃহকর্মী লিজা আক্তার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২২ জুলাই ২০২৪ সালে মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রমনা মডেল থানায় মামলা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন হত্যাকাণ্ড ও ছাত্র আন্দোলনে দমনমূলক হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং অন্যান্য জড়িত আসামি ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিআইডি আদালতের কাছেসুমনের রিমান্ড আবেদন করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vlnx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন