আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার গড়াইল গ্রামে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হয়।
এমন খবরে পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় আবুল কালাম আজাদকে আটক করতে গেলে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ত্রিমোহন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জমায়েত করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গেলে তারা পালিয়ে যায়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/98qu