মেহেরপুরে টগর খাতুন নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত টগর খাতুন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে টগর খাতুন নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাশবপাড়ার একটি বাগানে বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি হুমায়ুন কবির জানান, উদ্ধার হওয়া মরদেহটির অর্ধেক অংশ বস্তাবন্দী ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
