English

26.3 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
- Advertisement -

মেহেরপুরের মুজিবনগরে আমেরিকান শকুনসহ আটক ৩

- Advertisements -

মেহেরপুরের মুজিবনগরে ৪টি আমেরিকান কালো শকুন (ব্লাক ভালচার)-সহ ৩ পাচারকারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ পাচারকারীর এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের লিয়াজ মল্লিকের ছেলে জাকের আলী, মুনসুর আলীর ছেলে আজগর আলী এবং গোপালনগর গ্রামের আলাই মন্ডলের ছেলে মুজিবুর রহমান।

মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ এর খ ধারায় তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার (৯ এপ্রিল) বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এবং তাদের কাছ থেকে আমেরিকান কালো শকুন ( ব্লাক ভালচার) উদ্ধার করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, তারা দীর্ঘদিন ধরে এসব বিদেশি পাখি ভারতে পাচার করে আসছে। শনিবার বিকেলে ৪টি আমেরিকান শকুন ইন্ডিয়ায় পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেছি। ৪টি পাখির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। কালো শকুনের ইংরেজি নাম ব্লাক ভালচার। এগুলো আমেরিকার কালো শকুন নামেও পরিচিত। পাখি ৪টি বর্তমানে মেহেরপুর বন অধিদপ্তরের তত্বাবধায়নে আছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lcdh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন