বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাফর ফকির নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূ বেবি বেগম বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ব্যবসায়ী জাফর ফকির আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের সোনামদ্দিন ফকিরের ছেলে।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বেবি বেগম অভিযোগ করে জানান, ১৫ বছর আগে জাফর ফকিরের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর তিন লাখ টাকা যৌতুক দাবি করেন জাফর ফকির। বাবার বাড়ি থেকে বিভিন্ন সময়ে দেড় লাখেরও বেশি টাকা স্বামীর হাতে তুলে দিয়েছেন। তারপরও নানা সময়ে যৌতুক দাবি করে আসছিলেন জাফর। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফের বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন জাফর। অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক পেটাতে থাকেন। পরে বাবার বাড়ির লোকজন খবর পেয়ে তাকে (বেবি বেগম) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে জাফর ফকিরকে একাধিকবার কল দেওয়া হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ওই গৃহবধূ অসুস্থ অবস্থায় থানায় এসেছিলেন। তাকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/l136
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন