English

25.1 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

রাজশাহীর রাস্তায় অস্ত্র হাতে নৃত্যের ভিডিও ভাইরাল

- Advertisements -

রাজশাহীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল থেকে ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বনগ্রাম গাংপাড়া এলাকায় ধারণ করা। গাংপাড়া ও মালদা কলোনির কিছু কিশোর ভিডিওটি ধারণ করে। এরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।

ভিডিওতে দেখা যাচ্ছে, চাইনিজ কুড়াল, ধারালো ছুরি ও রামদা হাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাচানাচি করছেন। ঢাকের তালে তালে নাচছেন তারা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আনোয়ার হোসেন আনাস নামের একজন ফেসবুকে লিখেছেন,‌ ‌‘আমি তো হতবাক! শাহমখদুম থানা তো নিকটেই….এই দুঃসাহস কীভাবে হয়? কিশোর গ্যাংদের লিডার কে?’

এ বিষয়ে রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘ভিডিওটা ৫-৬ মাস আগের। তাদের দুই পক্ষের মধ্যে বিরোধ হওয়ায় এখন ভিডিওটি ফেসবুকে তাদের কেউ দিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে এগুলো আসল অস্ত্র। আমরা মাত্র বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। কে বা কারা এটি করেছে খুঁজে বের করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3wzc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন