সাভারে চাকরি প্রত্যাশী এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার সহকর্মীর চিৎকারে স্থানীয়রা তিন ধর্ষককে আটক করলেও আরও একজন পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। তার আগে, বুধবার রাতে সাভারের হেমায়েতপুর ঝাউচর এলাকার এস এম জুয়েলের হাউজিংয়ের ভেতরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝাউচর উত্তরপাড়া মহল্লার মৃত আ. ছাত্তারের ছেলে মো. রাসেল, একই এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. কবির হোসেন, মো. কামাল মিয়ার ছেলে মো. শরীফ হোসেন এবং দক্ষিণ মেইটকা গ্রামের মো. সোহরাবের ছেলে সোহাগ মিয়া।
মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার ভুক্তভোগী নারী চাকরির জন্য সাভারের শ্যামপুর এলাকার অর্কিড গার্মেন্টসে যান। সেখান থেকে সহকর্মী মো. রাকিব হাসান লাবুর সঙ্গে বাসায় ফেরার পথে ঝাউচর এলাকার এস এম জুয়েলের হাউজিংয়ের সামনে পৌঁছালে চারজন বখাটে তাদের আটকে ফেলে। পরে ওই নারীকে জোরপূর্বক কলাবাগানের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই নারী ও তার পুরুষ সহকর্মীর ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে এলে তিনজনকে আটক করে। তবে সোহাগ নামের এক আসামি কৌশলে পালিয়ে যায়।

