English

32.4 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ চার শিকারিকে আটক

- Advertisements -

সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ চার শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১৪ আগস্ট) গভীর রাতে সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শুকপাড়া থেকে তাদের আটক করেন বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে চার হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, একটি ইঞ্জিনচালিত নৌকা, দুই বোতল কীটনাশক ও দুটি চাকু জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের পান্না হাওলাদারের ছেলে জুলহাস (২৩), একই এলাকার হাবিব হাওলাদারের ছেলে রিমন (১৯), জব্বার হাওলাদারের ছেলে জুয়েল (২৫) ও বাদুরতলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে সোহাগ (২৪)।

অন্যদিকে, একই রাতে শরণখোলা রেঞ্জের পানিরঘাটে কীটনাশকযুক্ত দুই কেজি চিংড়ি মাছসহ জাহাঙ্গীর বাওয়ালী (২৫) নামের এক জেলেকে আটক করেছে বন বিভাগ। তিনি শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল হাকিম বাওয়ালীর ছেলে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন।

 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9183
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন