English

25.7 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

কর্ণফুলীতে আলোর প্রতীকের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত

- Advertisements -

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আলোর প্রতীকের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করা হয়েছে। ২৪ অক্টোবর ২০২০ শনিবার কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক-এর আলহাজ্ব নুরুন্নবী চেয়ারম্যান মার্কেটের তৃতীয় তলায় আলোর প্রতিক কার্যালয়ের স্থানীয় কিউর পয়েন্ট ডায়াগনষ্টিক এন্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় ডায়াবেটিকস পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আলোর প্রতীকের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদের সঞ্চালনায় ও আহ্বায়ক মোঃ সেলিম উদ্দীন সানীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে পুর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি হিসেবে চরপাথরঘাটা ইউনিয়নের (১নং ওয়ার্ডে) ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক, নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক লায়ন ছাবের আহমেদ, বেস্ট লাইফ ইন্সুরেন্স লিঃ ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ মোঃ হারুনুর রশিদ, কর্ণফুলী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ জসিম উদ্দীন, ডাঃ রুবেল বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন আলোর প্রতীকের সদস্য সচিব আবদুল্লাহ আলম মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোর প্রতীক ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালনা কমিটি আহ্বায়ক মোঃ মাহফুজ, সদস্য তৌহিদুল ইসলাম জনি, আবদুল আউয়াল রানা, সাইদুর রহমান, সোহেল মাহমুদ, ফয়যানের মোস্তফা সংগঠনের নুরুল আলম জীবন, মিজান আত্তারী, জিলানী পরিবারের নুরুল মোস্তফা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আরমান, ইঞ্জিনিয়ার মোঃ আলী, সাইফুল ইসলাম, মুসলিম উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সাকলাইন মোস্তাক পিকলু, আইজুত হারুন আসিফ, আরাফাতুল রহমান রক্সি, এহসান উল্লাহ, হাসান রানা, মিজানুর রহমান, ফারহান উদ্দীন (সোহাগ), সাদ্দাম হোসেন সাব্বির, আরিফুল হক, সাজ্জাদ হোসেন, জিএম, নুরুল ইসলাম, মিনহাজ উদ্দীন সাকিব, জিয়াউল হক প্রমুখ।
বক্তরা বলেন, স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের এই রকম উদ্যোগ অসহায়, দুস্থ্য মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রনী ভূমিকা পালন করবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zlfj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন