English

25.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

কর্ণফুলীতে খেলোয়াড়দের আর্থিক সহায়তা দিলেন উপজেলা ক্রীড়া সংস্থা

- Advertisements -

করোনা দুর্যোগকালীন সময়ে ১২ জন খেলোয়াড়ের মাঝে নগদ আর্থিক সহায়তা দিলেন কর্ণফুলী ক্রীড়া সংস্থা। গতকাল ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ১২ জন খেলোয়াড়দের এ অর্থ সহায়তা দেওয়া হয়। কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সংস্থার সভাপতি শাহীনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী। কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, সহ-সভাপতি ও উপজেলার ভাইস-চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দিন, নির্বাহী সদস্য আদর্শ মুছা, এম এ রহিম, মুহাম্মদ ফরিদ। প্রধান অতিথি ফারুক চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনে যারা পেশাদার করোনা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আজ খেলাধুলা নেই। ক্রীড়াঙ্গণ ধু-ধু করছে। খেলোয়াড়, কোচ ও সংগঠকদের রুটি-রুজির পথ বন্ধ। আজ মহাদুর্যোগে তাদের মুখগুলো মলিন। অবশ্য একদিন এই দুর্যোগ কেটে যাবে। এজন্য কতদিন অপেক্ষা করতে হবে তা জানিনা। তারপরও এই দুর্যোগকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রদান করা আর্থিক সহায়তায় আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হলে সাহস ফিরে আসবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lv0o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন