চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় সড়ক করার নামে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেল পৌঁনে ছয়টার দিকে আকবর শাহ থানার বেলতলী ঘোনা এলাকার এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এখনো কয়েকজন আটকে পড়ে আছে। এরই মধ্যে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yk03