১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদকারী মৌলভী সৈয়দের আপন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই দাফন করা হয়। তারই প্রতিবাদে গত ২৪ আগস্ট সোমবার জাতীয় শোকের মাসে বাংলার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ঘটে যায় সম্প্রতি সময়ের নির্মম হূদয় বিদারক ঘটনা। সে ঘটনায় আহত হয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা। এ হামলায় নেতৃত্ব দেন মহান জাতীয় সংসদে বাঁশখালী-১৬ আসনের বিপথগামী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
কোন ওদ্ধত্যপূর্ণ কারণে হাজার হাজার মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সমাবেশে সশস্ত্র হামলায় জাতি বিস্মিত। এটি মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে আন্তর্জাতিক ষড়যন্ত্র। উক্ত হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২৭ আগস্ট ২০২০ ইং বৃহস্পতিবার সকালে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ আতিকুর বাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক প্রিন্স হোসেন বাবু, সদস্য সাইদুল হক জুয়েল, গিয়াস উদ্দিন, তালুকদার আল মামুন, ইকবাল হোসেন ও বিভিন্ন ইউনিটের সদস্য।
শেষে সংগঠনের পক্ষ থেকে তিনটি দাবী সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রদান করা হয়।
সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপর বর্বরোচিত হামলাকারী বিপথগামী সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সংসদ সদস্যপদ বাতিল করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের সদস্য পদ বাতিল করতে হবে। পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলমান থাকবে।
ঢাকায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান: কমান্ড কেন্দ্রীয় কমিটির মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n5is
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন