English

39 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

আবৃত্তিতে মুখর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ: ফেনীতে আবৃত্তি সমন্বয় পরিষদ’র বিজয়ী উৎসব

- Advertisements -

বিজয় দিবসে উপলক্ষে কথামালা ও আবৃত্তির আয়োজন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। বুধবার বিকেলে ফেনী শহরের পুরাতন জেল রোডস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ‘বিজয় উৎসব ২০২৩’ শিরোনামে এই আয়োজন করা হয়।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য সমর জিৎ দাস টুটুল। অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র সদস্য সচিব এম এফ রহমান মিলনের সঞ্চালনায় কথামালায় অংশ নেন কবি মনজুর তাজিম, সাংবাদিক আসাদুজ্জামান দারা, ফেনী জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের প্রশিক্ষক শৈবাল দত্ত, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী নাজমুল হক শামীম।

“আমার দেশ সন্ত্রাস সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ” স্লোগানে বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করেন পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, আবৃত্তি একাডেমি, কিশোর আবৃত্তি সংসদ, পঞ্চবতী সাংস্কৃতিক সংগঠন ও আর্য সাংস্কৃতিক কেন্দ্র।

Advertisements

একক আবৃত্তি পরিবেশন করেন আলাপন’র তাহামিনা তোফা সীমা, পুবালি’র পালক মজুমদার, অনুরণন’র কাজী নুসরাত জেরিন, সানজিদা মাইমুনা, ইয়াসিন আমীন সৌরভ, আর্য’র মমিনুর রাহিম, কিশোর’র অন্তরা মজুমদার, আবৃত্তি একাডেমীর মাহিরা সাবরুম ঐশী, আবিদ হোসেন, পঞ্চবটি’র সাদিয়া আফরিন।

বিজয় উৎসব অতিথি ছিলেন আবৃত্তি শিল্পী পৃথ্বীরাজ চক্রবর্তী, শিল্পী হুমায়ুন মজুমদার, কবি উত্তম দেবনাথসহ অতিথিবৃন্দ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন