English

29.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

গাড়ী চালকদের প্রশিক্ষণ দিতে চট্টগ্রাম যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

২২ অক্টোবর ২০২১ জাতীয় নিরাপদ সড়ক দিবস। প্রতিবছর এই দিনটি জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হলেও গত ২০১৭ সাল থেকে সরকারি ভাবে দিবসটি পালন হয়ে আসছে। এ বছর প্রতিপাদ্য হচ্ছে “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”। সরকারি কর্মসূচির পাশাপাশি নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সারাদেশ ব্যাপী শাখা কমিটিগুলো হাতে নিয়েছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতামূলক নানা কর্মসূচী।

এসব কর্মসূচীর অংশ হিসেবে ১৫ অক্টোবর ২০২১ইং, শুক্রবার বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী বিজিএমইএ ভবনস্থ মাহাবুব আলী হল মিলনায়তনে নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত জনসচেতনতামূলক গাড়ী চালক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশে চালকদের মোটিভেশনাল ট্রেনিং দিতে চট্টগ্রাম যাচ্ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।  তার সফর সঙ্গী হিসেবে থাকছেন নিসচা কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা ও দেশ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

করোনার আগে নিসচা’র প্রশিক্ষকদের সাথে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা/উপজেলায় নিয়মিত ইলিয়াস কাঞ্চন নিজে গিয়ে চালকদের ট্রেনিং দিয়ে থাকতেন। ইলিয়াস কাঞ্চন নিজে চালকদের সাথে বন্ধুসুলভ ভাবে কথা বলে চালকদের সঠিক নিয়মে গাড়ি চালানো বিষয়ে মোটিভেশনাল ট্রেনিং দিয়ে থাকেন। করোনার সময় তাঁর এই কার্যক্রমে বাধা পড়লেও তিনি আবারও চালকদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রমে নিয়মিত হবার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল ইলিয়াস কাঞ্চন চট্টগ্রাম চালকদের মাঝে উপস্থিত হবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6af5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন