চট্টগ্রামে টিসিজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন গাজী টিভি। টিসিজেএ-কেএসআরএম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে গাজী টিভি।
১২ নভেম্বর শুক্রবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় গাজী টিভি ও বৈশাখী টিভি। শুরু থেকেই দুদলের খেলোয়াড়রা গোল আদায় করার জন্য মরিয়া হয়ে উঠে, কিন্তু নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকার। টাইব্রেকারে গোলের আবারও সমতা হওয়ায় খেলা গড়ায় সাডেন ডেথ এ। সাডেন ডেথ এ বৈশাখী টিভিকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় গাজী টিভি । রানার্সআপ বৈশাখী টেলিভশন।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কারে মনোনীত হন বৈশাখী টিভির হুমায়ন মাসুদ। ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার পান গাজী টিভির দেবাশীষ বড়ুয়া দেবু। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন গাজী টিভির সুজিত সাহা। টুনামেন্টে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার পান গাজী টিভির সুবল বড়ুয়া।
ফাইনাল খেলায় রার্নারআপ ট্রফি বৈশাখী টেলিভিশনের অধিনায়ক নাঈমুল ইসলামের হাতে তুলে দেন কেএসআরএমের জেনারেল ম্যানেজার সৈয়দ নজরুল আলম এবং চ্যাম্পিয়ন দলের অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবুর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী । এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আলী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, এস এ গ্রুপের জেনারেল ম্যানেজার দিদারুল আলম, এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন, সিসিএল এর পরিচালক শ্যামল পালিত, টিভি জার্নালিস্টের সাধারণ সম্পাদিকা লতিফা আনসারী রুনা প্রমুখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vjri
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন